শিরোনাম
বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ডিএমপি থেকে বিদায় নিলেন বেনজীর

ডিএমপি থেকে বিদায় নিলেন বেনজীর

ডিএমপি থেকে বিদায়লগ্নে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তার চার বছর দুই মাস ২৭ দিনের দায়িত্ব পালন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, 'দায়িত্বকালীন সময়ের মধ্যে হেফাজতে ইসলামের ধ্বংসাত্দক দিনটি (০৫ মে, ২০১৩) ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং।' তিনি গণমাধ্যম-কর্মীদের বন্ধু এবং নিজের সহকর্মী হিসেবে উল্লেখ করে টানা পৌনে এক ঘণ্টা কথা বলেন। এ সময় তার চোখে জল ছলছল করছিল। কথাও জড়িয়ে আসছিল। এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের একদিন আগে গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যম-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আজই তিনি আনুষ্ঠানিকভাবে র‌্যাব প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বেনজীর আহমেদ বলেন, ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের শেষ দুই বছর ২০১২ ও ২০১৩ সাল ছিল চ্যালেঞ্জপূর্ণ। এ সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধের ঘটনা মোকাবিলা করা। ঘটনার দিন অনেক সাংবাদিক আহত হয়েছিলেন। তাদের উদ্ধার করাও পুলিশের জন্য চ্যালেঞ্জ ছিল। তিনি বলেন, সর্বশেষ আমরা সব প্রতিবন্ধকতা অতিক্রম করে ওই চ্যালেঞ্জে সফল হই। এ অনুষ্ঠানে কমিশনার আরও বলেন, 'দায়িত্ব পালনকালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিক-নির্দেশনা দিয়েছেন। সে জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই।' কমিশনার উল্লেখ করেন, ডিএমপি অতীতের চেয়ে টেকনোলজিক্যালি (প্রযুক্তিগত) এখন অনেক উন্নত। দক্ষিণ এশিয়ার অন্য দেশের পুলিশের চেয়ে আমাদের পুলিশ এখন অনেক এগিয়ে আছে। তিনি সব সময় সহযোগিতা করার জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান। নিজেকে ভাগ্যবান হিসেবে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ডিএমপি কমিশনার হিসেবে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা আমি করেছি, অতীতে কেউ তা করেছে কিনা, আমার জানা নেই। ভবিষ্যতে কাউকে এমন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে কিনা- তাও দেখার বিষয়। অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বলেন, 'এই অত্যাধুনিক মিডিয়া সেন্টার কমিশনার স্যারের কল্যাণেই হয়েছে। ডিএমপিতে যোগদানের পরদিনই তিনি তখনকার জরাজীর্ণ টিনশেড ভবনে ছুটে এসেছিলেন। নিজ উদ্যোগেই তিনি আমাকে পুলিশ সদর দফতরে নিয়ে গিয়ে অর্থ মঞ্জুরীকরণের ব্যবস্থা করে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে তার নির্দেশেই আমরা ফেসবুক, ডিএমপি নিউজ পোর্টাল, ওয়াইফাই জোন এবং গণমাধ্যম কর্মীদের জন্য কম্পিউটারের ব্যবস্থা করেছিলাম। কোনো ভালো কাজের প্রস্তাবকেই তিনি ফিরিয়ে দেননি।'-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর