সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
অবরোধে নৃশংসতা

থামছেই না বর্বরতা

* ইডেনের চার ছাত্রী দগ্ধ * বরিশালে পুড়ে কয়লা হেলপার * চট্টগ্রামে বরযাত্রী বাসে বোমা

থামছেই না বর্বরতা

সংসদ ভবন এলাকায় গতকাল পিকেটারদের আগুনে জ্বলছে বাস। পুড়ে আহত হন ইডেন কলেজের চার ছাত্রী। বরিশালের উজিরপুরে দুর্বৃত্তদের পেট্রল বোমায় পুড়ে যাওয়া ট্রাক। ট্রাক হেলপারের দগ্ধ ছবি এতই বীভৎস যে প্রকাশ করা গেল না -বাংলাদেশ প্রতিদিন

অবরোধে বর্বরতা থামছেই না। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় এর ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অবরোধের ১৩তম দিন গতকাল জেলায় জেলায় ট্রাকে, বাসে আগুন ও ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। রাজধানীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় চার কলেজছাত্রী দগ্ধ হয়েছেন। বরিশালে দগ্ধ হয়ে মারা গেছেন এক ট্রাক হেলপার। নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন দিলে মা ও শিশু অগ্নিদগ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। রাজশাহীতে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। চট্টগ্রামের ইপিজেডে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তরা ককটেল হামলা করেছে বরযাত্রীর গাড়িবহরে। বেশ কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় অবরোধ সমর্থকদের। কুমিল্লায় সংঘর্ষে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। সারা দেশে কমপক্ষে ১০টি ট্রাকে অগ্নিসংযোগ ও ২৫টি যাত্রীবাহী যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। নাশকতার অভিযোগে নেতা-কর্মী ও সমর্থকসহ আটক হয়েছে প্রায় ৪৫০ জন।
পেট্রলবোমায় আহত ইডেনের চার ছাত্রী : গতকাল বেলা ২টার দিকে সংসদ ভবনের খেজুরবাগান এলাকায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ইডেন কলেজের চার ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধরা হলেন- জয়নব আক্তার সাথী (১৯) ও শারমীন আক্তার যুথী (১৯)। আর বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে মাইমুনা (১৯) ও মুক্তি (১৯) নামে আরও দুই ছাত্রী আহত হন। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ইডেন মহিলা কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তারা ক্লাস শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, সাথী ও যুথীর দুই পায়ের কিছু অংশ পুড়ে গেলেও তারা আশঙ্কামুক্ত। মাইমুনা ও মুক্তির অবস্থা তেমন গুরুতর নয়। আহত ছাত্রীদের দেখতে হাসপাতালে ছুটে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। প্রত্যক্ষদর্শী এবং দগ্ধ সাথীর স্বামী জাহিদ হোসেন বলেন, আমি নিজেও গাড়িতে বসেছিলাম। ইডেন কলেজের সামনে থেকে আমরা মিরপুর যাওয়ার উদ্দেশে সেফটি সার্ভিসে উঠি। আমরা গাড়ির পেছনের সিটে বসেছিলাম। খেজুরবাগানের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা ছুড়ে মারে। মুহূর্তেই আগুন ধরে যায় সাথী ও যুথীর পায়ে। চালক গাড়ির স্টার্ট বন্ধ করলে যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে লাফ দিতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
তিন শিশু আহত : গতকাল রাজধানীর বাড্ডা ও চকবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বিকাল ৩টার দিকে চকবাজারের মদিনা টাওয়ারের সামনে শিবির কর্মীদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে রহিমা বেগম (৭), আলমগীর হোসেন (৪০) ও ফকির চান (৪০) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, রহিমার অবস্থা গুরুতর। গতকাল সকাল ৯টার দিকে মধ্যবাড্ডা এলাকায় ককটেল বিস্ফোরণে ফাহিম (৮) এবং ইয়াসিন (৭) নামে দুই শিশু আহত হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, সকালে ফাহিম ও ইয়াসিন মধ্যবাড্ডার আদর্শনগর এলাকায় বাসার সামনে খেলা করছিল। এ সময় তাদের হাতে অজ্ঞাত দুই ব্যক্তি একটি টেনিস বলসদৃশ বস্তু দিয়ে খেলা করার কথা বলে চলে যায়। দুই শিশু বল ভেবে খেলা শুরু করলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফাহিম হাতে ও ইয়াসিন পায়ে আঘাত পেয়ে ঘটনাস্থলে পড়েছিল। বিস্ফোরণের শব্দে বাসা থেকে নাসিমা বেগম বের হয়ে ফাহিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া সকাল পৌনে ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি যাত্রীবাহী লেগুনায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকাল ৮টার দিকে তেজগাঁওয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। সন্ধ্যা ৭টার দিকে ফকিরাপুলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রতিনিধিদের পাঠানো খবর- নারায়ণগঞ্জ : গতকাল রাত সোয়া ৯টায় শহরের মার্ক টাওয়ার মার্কেটের সামনের রাস্তায় নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী বাস বন্ধন-এ আগুন দেয় দুর্বৃত্তরা। এতে শাম্মী শারমীন সিদ্দিকা ও তার আড়াই বছরের শিশু সাফিদ অগ্নিদগ্ধ হয়। শাম্মী শারমীন সিদ্দিকা পেশায় চিকিৎসক। ঢাকা থেকে তার শিশু সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০-১২ জন দুর্বৃত্ত ব্যারিকেড দিয়ে বাসটি থামায়। তারা প্রথমে বাসের গ্লাস ভাঙচুর করে। এরপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাসের ভিতর। শাম্মী শারমীন তার শিশু সন্তানকে নিয়ে নামতে পারলেও আগুনে তাদের শরীর ঝলসে যায়। প্রথমে তাদের নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, মা ও শিশুর শরীরে বিভিন্ন অংশ পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বরিশাল : দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকসহ পুড়ে মারা গেছে মো. সোহাগ (১৭) নামে এক হেলপার। সে ফরিদপুরের নগরকান্দার শংকরপাশা গ্রামের মো. সাগরের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহারে এ ঘটনা ঘটে। সকালে অবরোধ এবং বিভাগের ছয় জেলা ও মহানগরীতে হরতালের সমর্থনে ঝটিকা বিক্ষোভ মিছিল করে বিএনপি। অন্যদিকে হরতাল ও অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া পুলিশের হাতে স্বামীসহ আটক হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর প্যানেল মেয়র ও বিএনপি নেত্রী শরীফ তাসলিমা কালাম পলি। রাজশাহী : সকালে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায় শিবির। নগরীর রাজশাহী কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল তারা। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ধাওয়া দিলে তারাও পাল্টা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম : গতকাল রাত ১১টায় পটিয়ার কলেজ বাজারের কাছে বরযাত্রীর গাড়িবহরে এলোপাতাড়ি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন আহত হয়। এ ছাড়া নগরীর ইপিজেড এলাকায় ঝনক প্লাজার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। হাটহাজারী উপজেলায় বাস, অটোরিকশাসহ ১০-১২টি গাড়ি ভাঙচুর করে স্থানীয় বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা। কোতোয়ালি থানার চামড়া গুদাম এলাকায় অবরোধকারীদের ইটের আঘাতে আহত হন ব্যাংক কর্মকর্তা মুজিবুর রহমান। পৃথক অভিযানে ককটেলসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সকালে নগরীর হামজারবাগ এলাকায় একটি মিছিল থেকে জামায়াত-শিবির কর্মীরা সাউন্ড বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। রাত সাড়ে ৮টায় বাকলিয়া থানার ইছাকেরপুল এলাকা থেকে পেট্রলবোমা ও ককটেলসহ দুই শিবির কর্মী কবির হোসেন ও সোহেলকে গ্রেফতার করেছে। এ ছাড়া ইউনিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে হরতালবিরোধী সমাবেশ থেকে ২০-দলীয় জোটের নেতাদের ওপর পাল্টা হামলা এবং সহিংস আচরণের হুমকি দিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। কুমিল্লা : আওয়ামী লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহানগরীর কান্দিরপাড়সহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভাঙচুর করা হয় বিএনপি দক্ষিণ জেলা কার্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৫ রাউন্ড রাবার বুলেট, ৫০ রাউন্ড শটগানের গুলি ও ২০ রাউন্ড টিয়ার শেল ছোড়ে। এ সময় এসআইসহ তিন পুলিশ সদস্য ও বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়। এ ছাড়া চকবাজারে হরতাল সমর্থকদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সিলেট : শনিবার রাতে কানাইঘাট উপজেলার কুওয়ের মাটি এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি হিউম্যান হলারে (লেগুনা) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। বগুড়া : রাজশাহী বিভাগে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল বগুড়ায় আরও ১২ ঘণ্টা বর্ধিত করা হয়। সকালে মিছিল শেষে এক সমাবেশে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দেন। শহরের পৃথক তিনটি স্থানে তিনটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। এ ছাড়া পুলিশের অভিযানে মাটিডালী থেকে বিএনপি-জামায়াতের নয়জনসহ বিভিন্ন মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হরতালবিরোধী সভা-সমাবেশ করেছে আওয়ামী লীগ। সিরাজগঞ্জ : উল্লাপাড়া উপজেলায় ঢাকা-রাজশাহী-খুলনা রুটের ৩২ নম্বর সেতুর কাছে রেল লাইনের স্লিপারে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। শহরের বিভিন্ন স্থানে চারটি সিএনজি ভাঙচুর করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ অবরোধকারীদের ফেলে যাওয়া পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কের বালাছিড়ায় সকালে একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। এ সময় ট্রাকের ড্রাইভারসহ তিনজন আহত হন। গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ককটেল বিস্ফোরণের পর জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশ। একই সঙ্গে পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া পোস্ট অফিসের তালা ভেঙে শনিবার গভীর রাতে আসবাবপত্র ও টাকাসহ চিঠিপত্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। জয়পুরহাট : সদর উপজেলার হিচমী বাইপাস সড়কে আলুবোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দিনাজপুর : বিকালে শহরের দিনাজপুর-ঢাকা মহাসড়কের মহারাজা স্কুল মোড়ের কাছে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাকে পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে আলুসহ ট্রাকটি পুড়ে যায়। নোয়াখালী : জেলায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে হরতাল সমর্থকরা বেগমগঞ্জের চৌরাস্তায় একটি সিএনজি ভাঙচুর করে। এ সময় জালাল উদ্দিন নামে এক যাত্রী ইটের আঘাতে গুরুতর আহত হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খাগড়াছড়ি : ট্রাকে আগুন দিয়ে চালক ও হেলপারকে মারধর করেছে নাশকতাকারীরা। ভোলা : শনিবার জেলা বিএনপি সম্পাদক মো. ফারুক মিয়াসহ গতকাল দুপুর পর্যন্ত ১০ জনকে আটক করে পুলিশ। গ্রেফতারের প্রতিবাদে সোমবার আবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।  নওগাঁ : হরতালের শুরুতেই টায়ারে আগুন জ্বালিয়ে তাজের মোড় থেকে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়া : শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মেড্ডার সিওর অফিস এলাকায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। শহরের টেংকেরপাড়, বর্ডিং মাঠ, পীরবাড়ি, মাজার গেট, খৈয়াসার এলাকায় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। লক্ষ্মীপুর : বিসিক শিল্পনগরী, বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ১০টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। নাটোর : হরতালের সমর্থনে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুর নেতৃত্বে বিএনপি মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। ফেনী : ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজীর আনন্দপুর এলাকায় একটি বরযাত্রীর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা সিএনজি অটোরিকশাসহ ৫টি গাড়ি ভাঙচুর করেছে। চুয়াডাঙ্গা : জেলা বিএনপির অহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের বাড়ির সামনে বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে পরপর দুটি বোমার শব্দ শুনতে পায় এলাকাবাসী।

সর্বশেষ খবর