সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
কড়া নিরাপত্তা বলয়

গুলশান অফিসে লাইভ ক্যামেরা

অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় এলাকায় গতকাল সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা আবারও জোরদার করা হয়েছে। কার্যালয়ের সামনে ও আশপাশে স্থাপন করা হয়েছে পুলিশের লাইভ ক্যামেরা। ডিএমপির পক্ষ থেকে তাদের মিডিয়া সেন্টারের লাইভ ক্যামেরা স্থাপন করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিয়োগ করা হয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ। বাড়ানো হয়েছে নিরাপত্তা পরিধি। পুরো গুলশান এলাকা গতকাল দিনভর ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। গুলশান কার্যালয়ে প্রবেশসহ খালেদা জিয়ার সঙ্গে দেখা-সাক্ষাতের ক্ষেত্রেও ছিল গতকাল অঘোষিত নিষেধাজ্ঞা। কাউকেই বেগম জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গুলশানের পশ্চিমে কাকলী ও বনানী এলাকা থেকে শুরু করে পূর্বে নতুন বাজার ও বারিধারাসহ পুরো এলাকা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে। সকাল থেকেই গুলশানে গণপরিবহন চলাচল করেনি। ব্যক্তিগত কিছু গাড়ি কঠোর তল্লাশির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেলেও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের অন্ত ছিল না। সাধারণ জনগণকে হেঁটে আসা-যাওয়া করতে হয় সেসব পথে। ভোর থেকেই পুরো গুলশান এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুলশান ও বারিধারার আবাসিক ও কূটনৈতিক পাড়ার সব প্রবেশপথের মুখে পুলিশি পাহারা বসানো হয়। বারিধারা ডিওএইচএস, বনানী, হাতিরঝিল, গুলশান শুটিং ক্লাবের সামনে, নতুনবাজার, নর্দা-কালাচাঁদপুর, মহাখালী থেকে মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি অটোরিকশা, রিকশা, রিকশাভ্যান, কাভার্ড ভ্যান নিয়ে গুলশানে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছিল। দিনভর র‌্যাব সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা যায়।এসব এলাকার আবাসিক বাসিন্দারা বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও পরিচয় নিশ্চিত করার মাধ্যমে তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সুযোগ পান। শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হলেও রবিবার সকালে আবারও তা খুলে দেওয়া হয়। বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের স্ত্রী হালিমা তৈমূর খন্দকার, তৈমূর কন্যা ও শ্রমিক দল নেতা ব্যারিস্টার মারিয়াম খন্দকারের নেতৃত্বে নারীনেত্রীদের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে দুই ঘণ্টারও বেশি সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে ফিরে আসেন। এ সময় জেলা মহিলা দলের শাহীনা আক্তার রেহেনা, কৃষক দলের অ্যাডভোকেট সেলিনা আক্তার, আড়াইহাজার থানা মহিলা দলের সভানেত্রী পারভিন আক্তার প্রমুখ তাদের সঙ্গে ছিলেন। এ ছাড়া দৈনিক নিউনেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বিকালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি।

সর্বশেষ খবর