সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

দেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ

দেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ

ইন্টারনেটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো বাংলাদেশে বন্ধ করে দিয়েছে সরকার। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশে শনিবার মধ্যরাত থেকে দেশের ইন্টারন্যাশনাল গেটওয়েগুলোর এই দুই ইন্টারনেট অ্যাপ্লিকেশনের সেবা বন্ধ করে দিয়েছে। ফলে সাধারণ মোবাইল ফোনের বাইরে এই দুই অ্যাপ ব্যবহার করে ফোন বা মেসেজ যোগাযোগ বন্ধ রয়েছে বাংলাদেশে। সূত্রমতে, নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দা সংস্থাগুলোর অনুরোধে বিটিআরসি এ নির্দেশ দিয়েছে। বিটিআরসির সহকারী পরিচালক জাকির হোসাইন খান সাংবাদিকদের বলেছেন, সাময়িকভাবে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করা হয়েছে। মোবাইল ফোন অপারেটর ও আইআইজিগুলো পর্যায়ক্রমে সেবাগুলো ব্লক করছে। তবে কেন এবং কী কারণে এই দুটি সেবা বন্ধ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি বিটিআরসির এই কর্মকর্তা। সূত্রমতে, প্রাথমিক সিদ্ধান্ত ছিল শনিবার রাত ১২টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাইবার বন্ধ থাকবে। পরবর্তীতে এ সময় রবিবার রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়। তবে ‘নিরাপত্তার প্রয়োজনে এই সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে।এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে, ভাইবার ও ট্যাঙ্গোর মতো অ্যাপগুলো ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করছে সন্ত্রাসী ও জঙ্গিরা। পরে বিএনপি ও জামায়াত নেতারা আত্মগোপনে থাকা অবস্থায় ভাইবারের মাধ্যমেই যোগাযোগ করতেন। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ ফোন বা মোবাইল ফোনের কল মাধ্যমে নজরদারি জারি রাখলেও ভাইবার ও ট্যাঙ্গোর মতো অ্যাপে সঠিক অবস্থান বা কলরেকর্ড সংগ্রহ করতে পারছিলেন না। তাই এবার বন্ধই করে দেওয়া হলো সেই সেবা। অবশ্য সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভাইবার ও ট্যাঙ্গোর মতো লাখো অ্যাপ্লিকেশন রয়েছে। যাদের মধ্যে শুধু মেসেজ বা কল নয় ভিডিও কলও সম্ভব। তাই শুধু ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে সন্ত্রাসী বা জঙ্গিদের যোগাযোগ বন্ধ করা সম্ভব নয়।

সর্বশেষ খবর