সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সেনা নামানোর পরিস্থিতি হয়নি

সেনা নামানোর পরিস্থিতি হয়নি

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সহিংসতা বন্ধে সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। বর্তমান পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র‌্যাব ও বিজিবিই যথেষ্ট। গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দেশে বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান চালানো হবে কিনা- জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যৌথ বাহিনী বলতে যদি সেনাবাহিনী বলেন, তাহলে আমি বলব- না। প্রশ্নই আসে না। সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।’ তিনি বলেন, বিএনপি ও শরিকরা আন্দোলনের নামে জনগণের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এটা আন্দোলন নয়। এটা চোরাগোপ্তা হামলা। এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করা হচ্ছে। মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জানমাল ও জননিরাপত্তা রক্ষার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর