সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মেয়র আরিফের জামিন নামঞ্জুর

মেয়র আরিফের জামিন নামঞ্জুর

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর হয়েছে। গতকাল হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুবুল হকের আদালতে জামিনের প্রার্থনা করেন তার আইনজীবীরা। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না। আরিফুল হকের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জেলা বার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন আহমদ শাহীন ও অ্যাডভোকেট খালেকুজ্জামানসহ অর্ধশতাধিক আইনজীবী। অপরদিকে জামিনের বিরোধিতা করেন পিপি আকবর হোসেন জিতু, অ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল, অ্যাডভোকেট মনোয়ার আলী, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুসহ কয়েকজন আইনজীবী। ৩৫ মিনিট শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহবুবুল হক আদেশে বলেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মতো ব্যক্তিত্বকে হত্যা ঘটনার মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এ ঘটনায় আরও ৪ জন নিহত এবং অনেক লোক আহত হয়েছেন। তাছাড়া চার্জশিটভুক্ত আসামি কিছুদিন আগে আত্মসমর্পণ করেছেন। তাই তার জামিন আবেদন নামঞ্জুর করা হলো। মামলার পরবর্তী তারিখ আগামী ২৫ জানুয়ারি। শুনানির সময় মেয়র আরিফের পক্ষে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুবুর হক চৌধুরী ও মনসুর আহমেদ। তারা জানান, আরিফুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার রক্তচাপের সমস্যা এখনো রয়েছে। তারা উচ্চ আদালতে জামিনের চেষ্টা করবেন বলেও জানান। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন বিচারক রোকেয়া আক্তার তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ৩১ ডিসেম্বর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।     - হবিগঞ্জ প্রতিবিধি

সর্বশেষ খবর