বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অবরোধেও চলবে এসএসসি পরীক্ষা

অবরোধেও চলবে এসএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অবরোধের মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০-দলীয় জোটের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, লাখ লাখ শিক্ষার্থীর স্বার্থে অবরোধ তুলে নিন। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আয়োজিত সভা শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিএনপিসহ ২০ দলীয় জোটের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই, তারা যেন দয়া করে আমাদের ছেলেমেয়েদের পরীক্ষা নিশ্চিন্তে দেওয়ার ব্যবস্থা করে দেয়। তারা যেন আমাদের ডাকে সাড়া দেয়। তাদের অনুরোধ করব, দয়া করে এই ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ রাখুন।  কর্মসূচি দিয়ে দেশের ভবিষ্যৎ নষ্ট করবেন না।  এসএসসি পরীক্ষার সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ছাপানো থেকে  শুরু করে যথাযথ ব্যবস্থা নিয়েছি। দুষ্টলোকরা আমাদের নজরদারিতে আছে। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর