শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ছাত্রদল নেতার নির্দেশে পেট্রলবোমা হামলা

গ্রেফতার তিনজনের তথ্য

ছাত্রদল নেতার নির্দেশে পেট্রলবোমা হামলা

পেট্রলবোমা হামলার অভিযোগে গ্রেফতার তিনজন -বাংলাদেশ প্রতিদিন

গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)। তারা হলেন- ফজল মিয়া ওরফে সজল (২২), খায়রুল ইসলাম ওরফে সিলটি খায়রুল (২৬) ও শওকত ইসলাম (২৪)। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন নোয়াদ্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাসে পেট্রলবোমা নিক্ষেপের কথা স্বীকার করেছে। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ২০ জানুয়ারি রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর বাজার বাসস্ট্যান্ডে সিরাজদিখান পরিবহন নামে একটি বাসে (ঢাকা মেট্রো জ-১৪-০৯৫১) পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় বাসের চালক ও হেলপার দগ্ধ হন। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, রাতে ওই বাসটি থামানো অবস্থায় ছিল। এ সময় তারাসহ ৩০-৪০ জনের একটি দল বাসে পেট্রলবোমা নিক্ষেপ করলে বাসটিতে আগুন ধরে যায়। তারা তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পাভেল মোল্লার নির্দেশে ওই হামলা চালায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর