শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

দুই জোটের গায়েবানা জানাজা দোয়া মাহফিল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায়  ঢাকাসহ সারা দেশে গতকাল গায়েবানা জানাজায় শরিক হন ১৪ দলের নেতা-কর্মীরা। অন্যদিকে আন্দোলন চলাকালে সারা দেশে হত্যা, গুম ও সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী দোয়া ও মিলাদ-মাহফিল কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জানাজায় অংশ নিয়ে ১৪ দলীয় নেতারা বলেছেন, আগামী দুই-এক দিনের মধ্যেই চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দুই দফা এ জানাজায় অংশ নেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান গোলাপ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, ছাত্রলীগের বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলমসহ ১৪ দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী।
‘পরিস্থিতি স্বাভাবিক না হলে কী হবে’- সে প্রসঙ্গে জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রয়োজনে প্রধানমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আশা করব ২ ফেব্রুয়ারি থেকে বিএনপি তাদের অরাজনৈতিক সন্ত্রাস, নাশকতা, জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে। এদিকে বাদ জুমা মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে মিলাদ-মাহফিল কর্মসূচিতে বিএনপি জোটের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া শেষে মোনাজাতে আন্দোলনে নিহতদের ‘শহীদ’ আখ্যা দিয়ে ওলামা দলের নেতারা তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কোকোর কবরে ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ : ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশীতার নেতৃত্বে গতকাল দুপুরে বনানী সিটি করপোরেশন কবরস্থ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান একটি প্রতিনিধি দল।

সর্বশেষ খবর