শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সাংবাদিকের মেয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সাংবাদিকের মেয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে ফাহমিদা আকতার নিপুণ (৪৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৈনিক ইত্তেফাক-এর সাবেক উপদেষ্টা সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত আকতার-উল-আলমের মেয়ে। তার স্বামী গোলাম রাব্বানী বাহরাইনের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের একমাত্র ছেলে সিরাতুল মোস্তাকিন আমেরিকা প্রবাসী।
গতকাল বেলা ১১টার দিকে মহানগর প্রজেক্টের ৫ নম্বর রোডের ১০৫ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিপুণের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার হাত-পা ছিল বাঁধা। নাকে হলুদ-মরিচের গুঁড়া লাগানো ছিল। পুলিশ জানায়, ফাহমিদা একাই ওই ফ্ল্যাটে থাকতেন। শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো উদ্ঘাটন হয়নি। বেশ কয়েকটি ক্লু সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ফাহমিদা আকতার নিপুণের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঞা জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, লাশটি শয়নকক্ষের মেঝেতে উপুড় হয়ে পড়ে ছিল। গলায় মাফলার পেঁচানো, হাত-পা ছিল বাঁধা। সকালে বাড়ির গৃহকর্মী এসে দরজা খোলা পায় এবং লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়। ঢামেকের ফরেনসিক চিকিৎসক প্রদীপ বিশ্বাস নিহতের ময়নাতদন্ত সম্পন্ন শেষে সাংবাদিকদের জানান, ভারী কোনো বস্তু দিয়ে নিহতের মাথায় আঘাত করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রামপুরা থানার এসআই রফিকুল ইসলাম। নিহতের মামাতো ভাই সাব্বির হাসান জানান, ফাহমিদার মৃতদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরে তার স্বামী এলে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, ফাহমিদার বাবা আকতার-উল-আলম আশির দশকের শেষ দিকে ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তাকে রাষ্ট্রদূত করে দুই বছরের জন্য ব্রুনাইয়ে পাঠানো হয়। ২০১০ সালের ২৫ জুন মারা যান তিনি। এদিকে বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধের গড়ান চটবাড়ি এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপনগর থানার এসআই মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত যুবকের বুক, পেট ও পিঠে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। নিহতের পরনে ছিল হলুদ রঙের গোলগলা টি-শার্ট ও নীল জিন্স প্যান্ট। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর ঘটনাস্থলে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর