শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সংকট নিরসনে চাই গণতান্ত্রিক সংবিধান

জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশের সংবিধানে যে মৌলিক ক্ষমতা কাঠামো তা স্বৈরতান্ত্রিক ও ব্যক্তিকেন্দ্রিক। বিদ্যমান সংকট নিরসনে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন। তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'বিদ্যমান সংকট উত্তরণে গণতান্ত্রিক সংবিধানের প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তৃতা করছিলেন। 'গণতান্ত্রিক সংবিধান সংগ্রাম কমিটি' এ সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন প্রকৌশলী ম. ইনামুল হক। জোনায়েদ সাকি আরও বলেন, এই সংবিধানের অধীনে সাংবিধানিক শাসনের অর্থও দাঁড়িয়েছে ব্যক্তির স্বৈরতান্ত্রিক কর্তৃত্ব। এটি অবিকৃত রেখে দেশে গণতান্ত্রিক শাসন সম্ভব নয়। বক্তারা আরও বলেন, দুই দলেরই মূল টার্গেট ক্ষমতা। একদল বিরোধীদের ওপর সব শক্তি দিয়ে দমন-নিপীড়ন চালাচ্ছে অন্য দল সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছে। সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুস সালাম, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক আবদুস সাত্তার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, ড. মালেক ফরাজী, আহমেদ কামাল, আবুল কাশেম প্রমুখ।

সর্বশেষ খবর