শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সুরঞ্জিতের আলটিমেটাম

সুরঞ্জিতের আলটিমেটাম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ২ ফেব্রুয়ারির মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন। অন্যথায় সরকার আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি বলেন, সরকারের ধৈর্যের সীমা আছে। সহিংসতা বন্ধ করুন। ১৬ লাখ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে সরকার সাংবিধানিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গতকাল নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে হুঁশিয়ার করে দিয়ে সুরঞ্জিত বলেন, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আপনার আছে। কিন্তু নাশকতা করার অধিকার কেউ আপনাকে দেয়নি। কোনো ধরনের চাপ প্রয়োগ বা নাশকতা করে সরকারের কাছ থেকে দাবি আদায় করা যাবে না। ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। বিশ্বের কোনো রাষ্ট্রে কেউ সহিংসতা করে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারেনি। আপনিও পারবেন না। নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।-নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর