শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তি

প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর ‘দেশ বাঁচাও’ কর্মসূচিতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, পেট্রলবোমায় পুড়ে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক রশি টানাটানিতে মানুষ অসহায়। এ অবস্থার পরিবর্তন ঘটাতে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে খালেকুজ্জামান এ কথা বলেন। সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ বক্তব্য দেন।
খালেকুজ্জামান আরও বলেন, একদল ক্ষমতায় যেতে চায়, আরেক দল ক্ষমতায় থাকতে চায়। সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। অন্যদিকে বিএনপি-জামায়াত জনগণের স্বাভাবিক জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সমাবেশ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি সারা দেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে এসে শেষ হয়।-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর