শিরোনাম
শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
জিজ্ঞাসাবাদ করবেন জঙ্গি ফারাবীকে

ঘটনাস্থলে এফবিআই সদস্যদের এক ঘণ্টা

ঘটনাস্থলে এফবিআই সদস্যদের এক ঘণ্টা

অভিজিৎকে হত্যার স্থান গতকাল পরিদর্শন করেন এফবিআই সদস্যরা -বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে কাজ শুরু করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর সদস্যরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করে তারা ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার ছবি তুলে নিয়ে যান। এফবিআইর উইলিয়াম ফ্রাঙ্কের নেতৃত্বে চার সদস্যের ওই দলের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার কৃষ্ণপদ রায়ের নেতৃত্বে ডিবির একটি দল। ঘটনাস্থল ত্যাগ করার আগে উপ-কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের সহযোগিতা করার জন্য এফবিআই সদস্যরা গতকাল বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আজ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বইমেলার এলাকাও ঘুরে দেখেছেন। মামলা শেষ না হওয়া পর্যন্ত এফবিআই আমাদের সহায়তা করবে। এর ভিত্তিতে তদন্তের কোনো অগ্রগতি হলে আমরা আপনাদের জানাব।’ তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এফবিআইর সদস্যরা গ্রেফতার উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবীর সঙ্গেও কথা বলবেন। একই সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং প্রয়োজনে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন এফবিআইর সদস্যরা। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশের দোকানি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে পর্যায়ক্রমে কথা বলবেন তারা। এ সময় তাদের সঙ্গে থাকবে ঢাকা মহানগর পুলিশের গঠিত তদন্ত সহায়তা দল। সূত্র আরও জানায়, প্রযুক্তির সহায়তা নিয়েই সাধারণত বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের তদন্ত করে এফবিআই। এ ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সন্দেহজনক ব্যবহারকারী এবং তাদের কর্মকাণ্ড নিয়েই মূলত কাজ করবেন যুক্তরাষ্ট্রের এই তদন্ত সংস্থার সদস্যরা। গতকাল দুপুর ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাথে অভিজিৎ হত্যার ঘটনাস্থলে পৌঁছান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থার সদস্যরা। এফবিআই সদস্যরা ওই স্থানের ছবি তোলেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন। এরপর তারা যান সোহরাওয়ার্দী উদ্যানে মেলার স্থানে। সেখান থেকে যান বাংলা একাডেমির ভিতরে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখার পর ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে পাশের পরমাণু শক্তি কমিশনের ফটকের সামনে ফুটপাথে আসেন তারা। বিশেষ করে অভিজিৎ ওই দিন যে পথ ধরে মেলায় এসে আবার ফিরে যাচ্ছিলেন, সে পথ ধরেই হেঁটে হেঁটে অসংখ্য ছবি তোলেন তারা। দুপুর ২টা ২৫ মিনিটে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার এফবিআইর এই দল ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের তদন্ত সহায়তা দলের সঙ্গে টানা তিন ঘণ্টা বৈঠক করে। প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ওই জায়গাতেই হামলার শিকার হন ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ। হামলায় আহত বন্যাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। স্বামীর মতো ব্লগার বন্যাও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া হত্যাকাণ্ডের চার দিন পর ঢাকার যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে ১০ দিনের রিমান্ডে থাকা ফারাবীর কাছ থেকে গতকাল পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য আদায় করতে পারেননি তদন্তসংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর