শিরোনাম
শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
সাক্ষাৎকার

অভিজিতের খুনিদের ধরা কঠিন নয়

সাবেক আইজিপি নূরুল হুদা

অভিজিতের খুনিদের ধরা কঠিন নয়

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা খুব কঠিন হবে না বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূরুল হুদা। তার মতে, ইন্টারনেটভিত্তিক হুমকিদাতাদের সূত্র ধরে খুনি চিহ্নিত করা সম্ভব হতে পারে। আবার জনসমাগমের স্থানে এ ধরনের হত্যাকাণ্ডে মোবাইল বা অন্য কোনো ডিভাইসে ছবি বা ভিডিও থাকতে পারে। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।
সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের মাধ্যমে বোঝা গেল দেশে জঙ্গিরা এখনো সক্রিয় আছে। আবার সমাজে কিছু মানুষের মাঝে জঙ্গিবাদী মনোভাব আছে এটাও বোঝা গেল। তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্র থেকে এফবিআইর দল এসেছে। কিন্তু মূল দায়িত্ব বাংলাদেশের পুলিশের। বাংলাদেশের মাটিতে সংঘটিত অপরাধের তদন্তের দায়িত্ব বা সফলতা বাংলাদেশের পুলিশের পক্ষেই সম্ভব। বাংলাদেশের কোর্ট-কাচারিতেই হবে এখানকার অপরাধের বিচার। এফবিআই এ ক্ষেত্রে ইনফরমেশন নেটওয়ার্কের মাধ্যমে সহায়তা করতে পারে। কিছু প্রযুক্তিগত সহায়তাও হয়তো তারা দিতে পারে। এর বাইরে এফবিআইর পক্ষে তেমন কিছু করা সম্ভব হবে না বলে আমার মনে হয়। তিনি বলেন, তদন্তকারীদের মূল লক্ষ্য অবশ্যই এখন খুনিদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা। এজন্য তারা সম্ভব সবকিছুই খতিয়ে দেখবেন। আর যেহেতু অভিজিৎ হত্যাকাণ্ড সম্পর্কিত হুমকি-ধমকি অনলাইনে আগে থেকেই ছিল তাই হুমকিদাতাদের অনলাইন যোগাযোগের মধ্যে একটি সূত্র পাওয়া যেতে পারে। সে সূত্র ধরেই খুন হয়েছেন কি না তাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তবে এ ক্ষেত্রে খুনিদের চিহ্নিত করা খুব কঠিন হবে বলে আমার মনে হয় না। সাবেক এই আইজিপি বলেন, জনসমাগমের স্থানে খুনের এ ঘটনা ঘটেছে। সেখানে অনেকের মোবাইল বা অন্য কোনো ডিভাইসে ছবি বা ভিডিও থাকতে পারে। যদি কারও কাছে থেকে থাকে তাহলে তদন্তকারীদের কাছে পৌঁছে দিতে পারে। এ ছাড়া অনলাইনের কোনো তথ্য থাকলেও তা পৌঁছানো যেতে পারে তদন্তকারীদের কাছে।

সর্বশেষ খবর