শিরোনাম
শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

যশোরে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি বোমা হামলা

বৃহস্পতিবার মধ্যরাতে যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাড়িতে একের পর এক বোমা হামলার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ৩০টি বোমার বিস্ফোরণ ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ঘোপ এলাকার বাসায় ৫টি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বোমার স্পি­ন্টারে বাড়ির দোতলার জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে গতকাল সকাল ৯টার দিকে কোতোয়ালি থানার এসআই মন্টু মিয়া বিএনপি নেতা তরিকুল ইসলামের বাড়ি পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করে নিয়ে যান। এ সময় এসআই মন্টু মিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
তরিকুল ইসলামের বাড়িতে বোমা হামলার কয়েক মিনিট পরেই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর উপশহর এলাকার বাড়িতে ৫টি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সময়ে জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, পৌর কাউন্সিলর সালাহউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ছেলে বিপ্লব চৌধুরী ও সঞ্জয় চৌধুরীর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা হয়। বিএনপি নেতা তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম জানান, বোমা হামলার পর বাড়ির দুইতলা ও নিচতলাজুড়ে বিস্ফোরিত বোমার অংশ, স্পি­ন্টার ও জানালার কাচ ছড়িয়ে পড়ে। যেসব বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে, তাদের প্রায় সবাই পুলিশের দায়ের করা একাধিক মামলার আসামি। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। এ সময় বোমায় হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। তবে তরিকুল ইসলাম প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক। বোমা হামলার ঘটনার পর পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগ করেন, রাত ১টার দিকে বোমা হামলার ঘটনার কথা থানায় জানানো হলেও পুলিশ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। সকালে আবার জানানো হলে ৯টার দিকে পুলিশের একজন এসআই গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত নিয়ে যান। এর আগে গত ২৮ জানুয়ারি একইভাবে এসব নেতাদের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর