শিরোনাম
শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আইল্যান্ডে উঠে গেল বাস, যুবকের মৃত্যু আহত ১০

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেলে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। রাজধানীর বিমানবন্দর এলাকার এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কাওলা ফুটওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও সাদা চেক শার্ট। এদিকে, বিমানবন্দরে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক শিশুর (৯) মৃত্যু হয়েছে।
ঢামেকে ভর্তি আহতরা হলেন সাইফুল ইসলাম (৩০), জয়নাব বেগম (২৫), তার স্বামী ইসমাইল হোসেন (৩২), তাদের পাঁচ বছরের মেয়ে ইশরাত জাহান, রিনা আক্তার (২৫), লুৎফর রহমান শামীম (৩৯), মিজানুর রহমান (৫০), রাহাতুন বিবি (৫০) ও তার দুই নাতি সিয়াম (৯) ও সায়মা (৩)। আহত সাইফুল ইসলাম জানান, টঙ্গী থেকে তিনি ঢাকায় আসার জন্য ছালছাবিল পরিবহনের একটি বাসে ওঠেন। বেলা ১১টার দিকে বাসটি কাওলা ফুটওভার ব্রিজের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। আইল্যান্ডের সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যুবক মারা যান। আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মোল্লা জানান, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, মৃত ওই যুবক ছালছাবিল পরিবহনের হেলপার ছিলেন। এদিকে, বিমানবন্দর রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। পথচারী খায়রুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ওই শিশু চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। পরে তিনি গুরুতর আহত শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি দুপুর ২টার দিকে মারা যায়। রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, ওই শিশু অগ্নিবীণা ট্রেনের ছাদে ময়মনসিংহ থেকে ঢাকায় আসছিল। পথে বিমানবন্দর এলাকায় ইলেকট্রিকের তারে লেগে চলন্ত ট্রেন থেকে সে নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

সর্বশেষ খবর