শিরোনাম
শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

মান্নার পরিবারে উৎকণ্ঠা

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০ দিনের রিমান্ড শেষে হচ্ছে আজ। তাকে আজই আদালতে তোলা হতে পারে। আলোচিত এই রাজনীতিবিদের বিরুদ্ধে বৃহস্পতিবার গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ মামলায় উদ্বিগ্ন মান্না পরিবার। সেই সঙ্গে চিন্তিত তার রাজনৈতিক সহকর্মীরাও। আসন্ন ডিসিসি নির্বাচনে মাহমুদুর রহমান মান্না অংশ নেবেন কিনা তা নিয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবেশ-পরিস্থিতির আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে নাগরিক ঐক্যের নেতারা জানিয়েছেন।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমান মান্নাকে আটক করার পর গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। এর আগে ২০ ঘণ্টা নিখোঁজ ছিলেন তিনি। এ নিয়ে তোলপাড় শুরু হয় সারা দেশে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন পরিবারের সদস্যরা। এর পর গুলশান থানায় মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির    ১৩১ ধারায় মামলা করা হয়। ওই মামলায় ডিবি কার্যালয়ে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় মান্নার চোখে কয়েকটি স্পি­ন্টার প্রবেশ করে। এর পর থেকেই তিনি চোখে ল্যান্স ব্যবহার করে আসছেন। হার্টের সমস্যার পাশাপাশি তিনি ডায়াবেটিস রোগীও। এ ছাড়া উচ্চ রক্তচাপ, কোমর, ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় কয়েক দিন পর পর তাকে থেরাপিও নিতে হয়। পরিবারের আশঙ্কা, রিমান্ডে থাকা অবস্থায় মান্নাকে ঠিকমতো ওষুধপত্রও দেওয়া যাচ্ছে না। মাহমুদুর রহমান মান্নার সহধর্মিণী মেহের নিগার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি, মান্নাকে শারীরিক ও মানসিকভাবে টর্চার করা হচ্ছে। আগে থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ। তার জন্য আমরা যেসব ওষুধপত্র পাঠাচ্ছি, তা ঠিকমতো পাচ্ছে কিনা তাও জানি না। তাকে নিয়ে আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুজ্জামান কাদরী জানান, রাজনীতি করতে গেলে জেল-জুলুম-হুলিয়া থাকবেই। এটা নিয়ে আমরা চিন্তিত নই। তবে আমাদের আহ্বায়ক শারীরিকভাবে অসুস্থ। ২০ আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি চোখে আঘাত পান। ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত তিনি। আমরা ডিবি অফিসে ঠিকমতো ওষুধপত্রও পাঠাতে পারছি না। এ কারণেই রাজনৈতিক সহকর্মীরা উদ্বিগ্ন ও চিন্তিত।

সর্বশেষ খবর