শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
তিন সিটি করপোরেশন

চট্টগ্রামে মনজুর, ঢাকা উত্তরে মিন্টু

মেয়র প্রার্থী চূড়ান্ত নয় ঢাকা দক্ষিণে

আসন্ন তিন সিটি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের মেয়র প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন পেয়েছেন মেয়র মোহাম্মদ মনজুর আলম। ঢাকা সিটি উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকেও সবুজ সংকেত দেওয়া হয়েছে দলের নীতিনির্ধারকদের পক্ষ থেকে। দক্ষিণে ইতিমধ্যে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুস সালাম ও দলের সহ-সাংগঠনিক সম্পাদক কারাবন্দী নাসির উদ্দিন আহমেদ পিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাসেরও ওই সিটিতে নির্বাচন করার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও প্রথম পছন্দ মির্জা আব্বাস। এ জন্য তাকে অনুরোধও করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত মির্জা আব্বাস নির্বাচন না করলে আবদুস সালামকেই দলীয় প্রার্থী করা হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মেয়র, সংরক্ষিত আসন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে কমিশন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। তিন সিটিতে একযোগে ভোট ২৮ এপ্রিল। সূত্রে জানা যায়, কোনো কারণে বিএনপি নির্বাচনে অংশ না নিলে এক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে উত্তরে মাহমুদুর রহমান মান্নাকে এবং দক্ষিণে ড. তুহিন মালিককেও সমর্থন দেওয়ার কথা ভাবা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। আজকালের মধ্যেই দেশে ফিরে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন তুহিন মালিক। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ মনজুরকে মেয়র পদে ঘোষণার একদিন পরই বিএনপি চট্টগ্রামের শীর্ষ নেতারা দলীয়ভাবে মনজুরকে সমর্থন দিয়েছেন। একই বৈঠকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আহ্বায়ক এবং নগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্বাচনী প্রধান এজেন্ট করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নোমান ও খসরু সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বিএনপির পক্ষে চসিক নির্বাচনে মেয়র পদে মনজুর আলমকে সমর্থন দেওয়া হয়েছে। তবে দল এখন পর্যন্ত চূড়ান্তভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। কেন্দ্র থেকে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থী একসঙ্গে ঘোষণা করা হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মনজুর আলম, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান, বিএনপি নেতা এস এম ফজলুল হক, বিএনপি দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান।

সর্বশেষ খবর