বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সচল হচ্ছে জোবায়দার মামলা

সচল হচ্ছে জোবায়দার মামলা

সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের আবেদনে দেওয়া রুলে পক্ষভুক্ত হতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ আবেদন জমা দেন। খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ওই রুলের কারণে মামলাটি আটকে আছে। আমরা রুলের শুনানি করতে চাই। রুল শুনানি করতে হলে পক্ষভুক্ত হতে হয়। সে কারণে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছি। জোবায়দা রহমান, তারেক রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় দুদক এ মামলা করে। ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। ডা. জোবায়দার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৮ এপ্রিল তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে রুল দেন হাইকোর্ট। স্থগিতাদেশের বিরুদ্ধে দুদক আপিলে গেলে সে আবেদন খারিজ হয়। এরপর থেকে জোবায়দার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর