বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বাংলাওয়াশের অপেক্ষা আজ

বিশ্বকাপ থেকেই বদলে গেছে বাংলাদেশ। শুধু ফলাফল নয়, ক্রিকেটারদের শরীরী ভাষা এবং মানসিকতাতেও যেন ঘটে গেছে বিপ্লব। টানা দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত হওয়ার পর আজ অপেক্ষায় রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে বাংলাওয়াশ করা। এর আগে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল। বাংলাদেশের লক্ষ্য এখন র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। তাই আজকের ম্যাচ নিয়ে ক্রিকেটাররা আরও বেশি সিরিয়াস। গতকাল বাংলাদেশ দলের সহকারী ও স্পিন কোচ রুয়ান কালপাগে বলেন, 'বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই ক্রিকেটাররা ভালো করছে। তাই ফলও ভালো হচ্ছে। এখন সবার দৃষ্টি তৃতীয় ম্যাচের দিকে। র‌্যাঙ্কিংয়ের জন্য এই ম্যাচটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ।' পাকিস্তানের সিরিজ জয়ের আশা তো আর নেই-ই, এখন তাদের সামনে অপেক্ষা করছে হোয়াইটওয়াশের লজ্জা। শেষ ম্যাচে যে কোনো উপায়ে জিততে চান অধিনায়ক আজহার আলি। কিন্তু এ দলের ওপর হয়তো খুব একটা ভরসা পাচ্ছেন না পাকিস্তানের স্পিন কোচ মুশতাক আহমেদ। তবে ভবিষ্যতে এই দলটাই অনেক ভালো হবে বলে মনে করেন তিনি। কাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন মুশতাক। তিনি বলেন, 'বাংলাদেশের প্রশংসা না করে পারছি না। তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-০তে সিরিজ জিতেছিল। তাদের দলটা খুবই চমৎকার। এই মুহূর্তে আমাদের দলটা নতুন করে শুরু করেছে। দলের অধিকাংশ ক্রিকেটারই তরুণ। তাদের সময় দিতে হবে।' ৯৯-এ প্রথম জয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় জয় পেতে সময় লেগেছিল ১৬ বছর। তৃতীয় জয় এসেছিল দুই দিন পরেই। আজ চর্তুথ জয় দেখার জন্য মুখিয়ে দেশবাসী। সবার দৃষ্টি থাকবে মিরপুরের দিকে। টাইগাররাও শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছেন। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হলেও উদযাপন করা হয়নি। তাই আজ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েই হয়তো বাধভাঙা আনন্দে মেতে ওঠার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটাররা। আর বাংলাওয়াশের অপেক্ষায় রয়েছেন ১৬ কোটি ক্রিকেটপ্রেমী।

 

সর্বশেষ খবর