বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বোঝা যায়, সুষ্ঠু হবে না

বোঝা যায়, সুষ্ঠু হবে না

খালেদা জিয়ার বিরুদ্ধে যে হামলা হয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, 'ওই ঘটনার পরও সিইসি নীরব। বোঝা যায়, নির্বাচন সুষ্ঠু হবে না।' গতকাল আদর্শ ঢাকা আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী এবং কতিপয় মন্ত্রীর বক্তব্যের জের ধরেই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা পুরো জাতি দেখেছে। তার দাবি, যারা হামলার সঙ্গে জড়িত তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) শওকত মাহমুদ ও কবি আবদুল হাই শিকদার প্রমুখ। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর