বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

শতভাগ সত্য নয়

শতভাগ সত্য নয়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা শতভাগ সত্য নয়। ৯২ দিন অবরোধ-হরতালে ওই এলাকার (কারওয়ান বাজার) ব্যবসা-বাণিজ্য স্থবির ছিল। তাই খালেদা জিয়া কারওয়ান বাজার এলাকায় গেলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের তাড়া করে। এ সময় তার নিরাপত্তা কর্মীরা জনতার ওপর চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ জন্য বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তারাই দায়ী বলে মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর সদরঘাটে সুন্দরবন-১১ নামের একটি নতুন লঞ্চ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, খালেদার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ক্ষুব্ধ 'জনতার' ওপর চড়াও হওয়ায় এ ঘটনা ঘটে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী। বিএনপির পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সোমবারের ওই ঘটায় যারা আহত হয়েছেন তাদের অধিকার আছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কারা মামলা নেয়নি সে বিষয়টি আমি দেখছি। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর