মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

কোন প্রার্থী কোথায় ভোট দেবেন

আজ ভোট। এ নিয়ে নগরীজুড়ে আগে থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ভোটারদের মনে ছিল ভোটে অংশ নেওয়ার আনন্দ। আর প্রার্থীদের মনে- কী ফল হবে তা নিয়ে উৎকণ্ঠা। তিন সিটিতে এসব হেভিওয়েট প্রার্থী, বিশেষ করে মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন- তার একটি তালিকা পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মেয়র প্রার্থীই সকাল সকাল ভোট দিতে যাবেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক তার স্ত্রী রুবানা হকসহ পরিবারকে নিয়ে সকাল সাড়ে ৮টায় ভোট দিতে যাবেন বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই সিটির বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল সকালের প্রথমভাগেই ভোট দিতে যাবেন গুলশান-২ এলাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে। ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ভোট দেবেন নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই সিটির বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস প্রচারণায় মাঠে না থাকলেও আজ তিনিও ভোট দিতে যাবেন। স্ত্রী আফরোজা আব্বাসসহ তিনি শাহজাহানপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। একইভাবে উত্তরের সিপিবি সমর্থিত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রতন সকাল ৮টায় নাখালপাড়া চাইল্ড হোপ বিদ্যালয়ে, বিকল্প ধারার মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরী উত্তরের বারিধারা ৯০ পার্ক রোড এলাকার কেন্দ্রে, গণসংহতি আন্দোলনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি সকাল ৯টায় ইস্পাহানি বালিকা উচ্চবিদ্যালয়ে, জাসদের নাদের চৌধুরী সকাল সাড়ে ৯টায় মোহাম্মদপুর কিশোলয় উচ্চবিদ্যালয়ে, জাপা সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ৭ নম্বর সেক্টরের উত্তরা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং এই সিটির ইসলামী আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে বারি মাসউদ রামপুরার একরামুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে যাবেন। এ ছাড়া বাসদ সমর্থিত দক্ষিণের মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ সেগুনবাগিচা উচ্চবিদ্যালয়, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন সকাল ৯টায় পুরান ঢাকার এএমসি স্কুল, ইসলামী আন্দোলন সমর্থিত দক্ষিণের মেয়র প্রার্থী হাজী আবদুর রহমান নগর ভবন এবং দক্ষিণ সিটির সতন্ত্র প্রার্থী গোলাম মাওলা রনি সকাল ১১টায় নিউমার্কেট এলাকায় ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে যাবেন।
চট্টগ্রাম সিটিতে যে যেখানে ভোট দিচ্ছেন : আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ভোট দেবেন নগরীর মিউনিসিপাল মডেল হাইস্কুলের ভোট কেন্দ্রে। বিএনপি সমর্থিত সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ভোট দেবেন কাট্টলী হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। অন্যদিকে জাতীয়পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ তার ভোটাধিকার প্রয়োগ করবেন জামালখান সলিমা সিরাজ মহিলা মাদ্রাসা কেন্দ্রে। সম্মিলিত নাগরিক ফোরাম মনোনিত ইসলামিক ফ্রন্টের মেয়র প্রার্থী মুজিবুল হক শুক্কুর ভোট দেবেন নগরীর গোষাইলডাঙ্গা কেবি দোভাষ উচ্চবিদ্যালয়ে। একইভাবে ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী এম এ মতিন ভোট দেবেন এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে।

সর্বশেষ খবর