মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সহিংসতার দিকে দৃষ্টি থাকবে কূটনীতিকদের

সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতা হয় কি না সেদিকে মূল দৃষ্টি থাকবে ঢাকায় বিদেশি কূটনীতিকদের। ইতিমধ্যে তাদের বক্তব্য-বিবৃতিতে এ মনোভাবের কথা উঠে এসেছে। গতকাল বিএনপির একটি প্রতিনিধি দলকেও এ কথা জানিয়েছেন ঢাকার কূটনীতিকরা। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনার, ঢাকায় জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নের আবাসিক প্রতিনিধিও এ কথা জানিয়েছেন।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল টুইটার বার্তায় বলেন, ‘আশা করছি ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচন সহিংসতা ও প্রতিবন্ধকতামুক্ত হবে। জনগণ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’ বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনসও এক বিবৃতিতে সিটি করপোরেশন নির্বাচনের প্রাক্কালে ঢাকা ও চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার প্রয়োগে ভোটারদের উৎসাহিত করে। এ ছাড়া স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায়। এর আগে, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান দূতাবাস বিবৃতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মারি হার্ফ ও জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র স্টিফেন ডুজারিচ যুক্তরাষ্ট্রে নিয়মিত ব্রিফিংয়ে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ দিয়েছেন। ইইউর মুখপাত্র বলেন, ‘আমরা চাই একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ তৈরির ব্যাপারে রাজনৈতিক নেতারা পদক্ষেপ নেবেন। ভোটারদের অবশ্যই তাদের গণতান্ত্রিক অধিকার অবাধে চর্চার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ ও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সহিংসতার অবসান, উত্তেজনা কমানো ও ইতিবাচক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার লক্ষ্যে সব রাজনৈতিক পক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত।’ কূটনৈতিক সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে ও কয়েক প্রার্থীর ওপর হামলার ঘটনায় কূটনীতিকদের মনে সহিংসতা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। তাই আজ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কূটনীতিক, গণমাধ্যম ও নিজস্ব সূত্রগুলোর দিকে দৃষ্টি রাখছেন। তারা চাইছেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সরকার যেন সচেষ্ট থাকে।

সর্বশেষ খবর