মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

র‌্যাব-পুলিশ ব্যর্থ হলে সেনা

র‌্যাব-পুলিশ ব্যর্থ হলে সেনা

সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র‌্যাব বিজিবি ব্যর্থ হলে রিটার্নিং কর্মকর্তা  সেনাবাহিনীকে ডাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল তিনি ইসি সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে সেনাবাহিনীকে প্রয়োজন, তখন তাদের ডাকা হবে। কোনো কেন্দ্রে সমস্যা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকে ডাকা হবে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। তিনি জানান, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় সব মিলিয়ে ভোটের দিন প্রায় ৮০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে বে-আইনি সব কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাত সহ্য করা হবে না। তাদের কোনোরকম শৈথিল্য নির্বাচন কমিশন বরদাশত করবে না। তিনি ভোটারদের ‘স্বতফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামের ভোটারদের আশ্বস্ত করতে চাই যে, আপনারা নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফেরত যাবেন। প্রার্থীদের উদ্দেশে কাজী রকিব বলেন, আইন ভঙ্গ করবেন না, আইন মেনে চলুন। আইন অমান্য করলে কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুন, পালন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর