মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মুশফিকের নেতৃত্বে আজ লড়বে বাংলাদেশ

মুশফিকের নেতৃত্বে আজ লড়বে বাংলাদেশ

ইতিহাস কিংবা রেকর্ডের দিকে তাকালে পাকিস্তানের বিরুদ্ধে পাত্তাই পাওয়ার কথা নয় বাংলাদেশের!  কিন্তু অতীত নয়, মুশফিকরা তাকিয়ে বর্তমানের দিকে। ওয়ানডে ও টি-২০ সিরিজে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর এবার টাইগারদের লক্ষ্য টেস্ট সিরিজ জয়। গতকাল কোচ ও অধিনায়ক দুজনেই দৃঢ়তার সঙ্গে জানালেন, ড্র নয় এবার টাইগাররা  জয়ের চিন্তা মাথায় রেখে পাকিস্তানের বিরুদ্ধে  মাঠে নামবে। আগের ৮ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ড্রও করতে পারেনি টাইগাররা। সব ম্যাচে পরাজিত তো হয়েছেই, তার উপর চার ম্যাচে ছিল ইনিংস হারের লজ্জাও। আসলে ৯৯-র বিশ্বকাপে সেই জয়ের পর বাংলাদেশ যতবারই পাকিস্তানের মুখোমুখি হয়েছে, প্রতিবারই অস্বস্তিবোধ করেছে। কী ওয়ানডে, কী টি-২০, কী টেস্ট তিন ফরমেটের ক্রিকেটেই একাধিপত্য ছিল পাকিস্তানের। এই সফরে সব পাল্টে গেছে। ১৬ বছর পর ওয়ানডে এবং প্রথমবারের মতো টি-২০ জিতে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ক্রিকেটারদের শরীরী ভাষাই বদলে গেছে। আজ খুলনার আবু নাসের স্টেডিয়ামে আত্মবিশ্বাসে বলীয়ান বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। তবে ওয়ানডে ও টি-২০তে কাজটা যত সহজ ছিল টেস্টে ঢের কঠিন। কেন না প্রতিপক্ষকে হারাতে হলে পাঁচ দিনই খেলতে হবে আধিপত্য বিস্তার করে। বোলারদের থাকতে হবে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে ফিল্ডারদের। ব্যাটসম্যানদের দিতে হবে ধৈর্য্যের পরীক্ষা। এই পরীক্ষাতেও সফল হওয়ার ব্যাপারে আশাবাদী টাইগার দলপতি। মুশফিক জানালেন, ‘আমাদের দলে ২০ উইকেট নেওয়ার মতো বোলার আছে। ৬০০র বেশি রান করার মতো ব্যাটসম্যান আমাদের আছে। ফিল্ডাররা যদি সুযোগ নষ্ট না করেন তাহলে রেজাল্ট আমাদের পক্ষেই আসবে।’ পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রসঙ্গ আসলেই ক্রিকেটপ্রেমীদের দৃষ্টিতে ভেসে ওঠে ২০০৩ সালের মুলতান টেস্টের কথা। জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। আসলে জোর করে হারানো হয়েছিল বাংলাদেশকে। আম্পায়াররা বেশ কয়েকটি সিদ্ধান্ত দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। সে স্মৃতি রোমন্থন করতে গিয়ে কাল মুশফিক বলেন, ‘যতটুকু মনে আছে তখন বিকেএসপিতে পড়তাম। খেলাটা দেখেছি এবং খুবই কষ্ট পেয়েছিলাম।  আক্ষেপটা তো অবশ্যই আছে। আক্ষেপ শুধু এটা নয়; পাকিস্তানের সঙ্গে কোনো জয় নেই।  আক্ষেপ আছে, টেস্ট ক্রিকেটে আমাদের যে ক্ষমতা সে অনুযায়ী আমরা শেষ ১৫ বছর ধরে খেলতে পারিনি।  সত্যি বলতে কী, শেষ ২ বছর ধরে আমরা বাইরে এবং হোমে খুব ভালো ক্রিকেট খেলছি। তাই আত্মবিশ্বাস আছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে যতগুলো টেস্ট খেলেছে এতোটা ভালো মানসিক অবস্থা নিয়ে মাঠে নামেনি বাংলাদেশ।’ শুধু মুশফিক নয়, কোচ চন্ডিকা হাতুরাসিংহেও জয় ছাড়া কিছু ভাবছেন না। তিনি বলেন, ‘ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতেছি বলে প্রত্যাশার চাপ কাজ করছে, এমন নয়। তবে এটা ঠিক যে, আমরা জয়ের চিন্তা করেই প্রস্তুতি নিয়েছি। জয়ই লক্ষ্য থাকবে।’ জয় ছাড়া কিছু ভাবছেন না পাকিস্তানের অধিনায়ক মিসবাহ্-উল-হকও। তিনি বলেন, ‘আমার টেস্ট দলটা অনেক অভিজ্ঞ। তাছাড়া সব শেষ দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা ভালো করেছি। তাই আÍবিশ্বাস আছে। তাছাড়া ওয়ানডে ও টেস্ট তো এক নয়। তাই এখানে ফলাফল ভিন্ন হতে পারে।’-মেজবাহ্-উল-হক, খুলনা থেকে

সর্বশেষ খবর