বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

এবার টকশোতে ঢাবি শিক্ষকের হাতাহাতি

এবার টকশোতে ঢাবি শিক্ষকের হাতাহাতি

এবার টকশোতে হাতাহাতির ঘটনা ঘটালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সোমবার রাতে একুশে টেলিভিশনে প্রচারিত আলোচনা অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। 'একুশের রাত' নামে ওই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক এম শাহীদুজ্জামানের সঙ্গে আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ ও প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান। সঞ্চালক ছিলেন মঞ্জুরুল আলম পান্না। এ ঘটনায় ঢাবির ওই শিক্ষকের আচরণের একটি ভিডিও ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। অনুষ্ঠানের ৫৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, আবদুর রশিদ স্ট্র্যাটিজিক ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার এক পর্যায়ে তার দিকে আঙ্গুল তুলে আগ্রাসী ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করেন মো. শাহীদুজ্জামান। একই ভঙ্গিতে বারবার তিনি 'ইউ আর টকিং এবাউট মি?' বলতে থাকেন। এ সময় আবদুর রশিদ তাকে কয়েকবার বলেন, 'ডোন্ট শো ইওর ফিঙ্গার'। তাতে শাহীদুজ্জামান সাড়া না দিলে তিনি নিজের হাত দিয়ে শাহীদুজ্জামানের হাতটি নামিয়ে দেন। তখন শাহীদুজ্জামান পাল্টা থাপ্পড় মারেন। এর মধ্যে উপস্থাপককে দেখা যায় অনেকটা অসহায়ের মতো অনুষ্ঠান সঞ্চালনার চেষ্টা ছেড়ে দিয়ে সরাসরি সম্প্রচারের মধ্যেই প্রোডাকশনের লোকজনকে খুঁজতে। এ ঘটনায় একুশে টেলিভিশনের টকশো একুশের রাতে দুই আলোচকের হাতাহাতি থামাতে ব্যর্থতার জন্য বেসরকারি টেলিভিশন স্টেশনটির ওই অনুষ্ঠানের সঞ্চালকের সমালোচনাও হচ্ছে ফেসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

 

সর্বশেষ খবর