তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম স্থান দখল করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জার্মান কোম্পানি স্যাপ ট্রেইনিং একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। প্রথম অবস্থানে রয়েছে চীন। চীন তৈরি পোশাক রপ্তানিতে আগ্রহ কমিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে প্রথম স্থান দখল করবে। তৈরি পোশাক রপ্তানিকারকরা বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে এ খাতে রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে বলেও জানান তিনি। পোশাক খাতে জার্মানির সহায়তার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, একক দেশ হিসেবে জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি বাজার। বাংলাদেশ জার্মানিতে প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে থাকে।-নিজস্ব প্রতিবেদক