শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী মান্নান ও এমপি বদির বিরুদ্ধে অভিযোগপত্র

দুর্নীতির মামলায় স্ত্রী হাসিনা সুলতানাসহ সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে আদালতে পৃথক তিনটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং শাখায় (জিআর) দুর্নীতি দমন কমিশন এ তিন অভিযোগপত্র দাখিল করে। এ বিষয়ে আদালতে কর্মরত দুদক কর্মকর্তা আবদুস সালাম জানান, আদালতের কার্যক্রমের সময় শেষ হয়ে যাওয়ার কারণে এ অভিযোগপত্র তিনটি আগামী রবিবার আদালতে উপস্থাপন করা হবে। মামলার নথিসূত্রে জানা গেছে, দুদকের অনুসন্ধান শেষে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২১ আগস্ট দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন বাদী হয়ে মহাজোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করেন। পরে মান্নান খানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে মান্নানের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে তার স্ত্রী সৈয়দা হাসিনার বিরুদ্ধেও অনুসন্ধান করে দুদক। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২১ অক্টোবর উপ-পরিচালক নাসির উদ্দিন তার বিরুদ্ধেও রমনা থানায় মামলা করেন। এ ছাড়া সরকারদলীয় কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির অভিযোগ অনুসন্ধান করেন দুদকের কর্মকর্তা সাবেক উপ-পরিচালক আহসান আলী। অনুসন্ধান শেষে ২০১৪ সালের ২১ আগস্ট বদির বিরুদ্ধে নতুন অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ আবদুস সোবহান মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

সর্বশেষ খবর