শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

বিএনপি সিটি নির্বাচন বর্জন করে ভুল করেছে

ওবায়দুল কাদের

বিএনপি সিটি নির্বাচন বর্জন করে ভুল করেছে

সদ্যসমাপ্ত তিন সিটি নির্বাচন বিএনপি ভোট বর্জন করে ভুল করেছে। তারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই এটা করেছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী বিএনপির ভোট বর্জন। গতকাল সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক ডিভাইডার কাজের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিল ঠিকই, কিন্তু নির্বাচন শুরুর সাড়ে তিন ঘণ্টার মধ্যে ভোট বর্জনের ঘোষণা দেয়। এতে তারা জনগণের আকাঙ্ক্ষাকে ছুরিকাঘাত করেছে। জনগণের মতামত প্রদানের সময়টুকুও তারা দিতে চায় না। ভোট বর্জন করার পরও বিএনপির মেয়র প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর ভোটের শেষ সময় পর্যন্ত থাকলে কমপক্ষে একটি সিটিতে বিএনপির প্রার্থী জয়লাভ করতেন। বিএনপির আসল উদ্দেশ্য ছিল জাতিসংঘসহ বহির্বিশ্বে নির্বাচন নিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। মন্ত্রী সৈয়দপুরের উন্নয়নে সব পদক্ষেপ সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান। একই সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের কাজ খুব শিগগির শুরু হবে বলে প্রধানমন্ত্রীর পক্ষে ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার এমপি ও বিরোধীদলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল প্রমুখ।

 

 

সর্বশেষ খবর