শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

হে আল্লাহ হাসিনা এবং খালেদাকে সুমতি দিন

কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রার্থনা জানিয়ে বলেছেন, ‘হে আল্লাহ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে সুমতি দিন।’ তিনি আরও বলেন, ‘অনেকদিন ধরে এই দেশ মহিলারা চালাতে চালাতে সব পুরুষ আজ কাপুরুষ হয়ে যাচ্ছে। শেখ হাসিনার মহিলার শাসন ভাঙতে হবে। আজ দেশে নারী, শাড়ি ও চুড়ি ছাড়া কিছুই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী হয়ে নারীর অধিকার রক্ষা করতে পারছেন না।’
কাদের সিদ্দিকী গত বুধবার রাতে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে সোনার বাংলায় শান্তির দাবিতে ১০০তম দিন অতিবাহিত করার সময় এসব কথা বলেন। তিনি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা ৪৮ মিনিট পর্যন্ত বক্তব্য রাখেন। এ সময় শহীদ মিনার ও রাস্তায় শত শত মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন। কাদের সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়ার নাম ছাড়া শেখ হাসিনা কোনো বক্তৃতা দিতে পারেন না। তার বক্তৃতায় খালেদা জিয়ার নাম থাকবেই।’ তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘মানুষের সম্মতি নিয়ে আপনি ২০০ বছর ক্ষমতায় থাকলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভোট ছাড়া একদিনও আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।’ তিনি আরও বলেন, সোনার বাংলায় শান্তি আনতে হলে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে পাশাপাশি বসতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এইচ এম আবদুল হাইয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব হাসরত ভাসানী, কৃষক-শ্রমিক-জনতা লীগের ময়মনসিংহ জেলা সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনে সভাপতি রিফাতুল ইসলাম দ্বীপ, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক মিলন তালুকদার আগুন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান মাসুম প্রমুখ। টাঙ্গাইল শহীদ মিনারে সভা শেষে রাতেই কাদের সিদ্দিকী টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে চলে যান। সেখানে তাঁবু টাঙিয়ে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন। গতকাল তিনি টাঙ্গাইলের নাগপুর ও চৌহালীতে ১০১তম দিনের অবস্থান কর্মসূচি পালন করেন।

সর্বশেষ খবর