শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

রাজশাহীর মেয়র বুলবুল বরখাস্ত

রাজশাহীর মেয়র বুলবুল বরখাস্ত

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক এই মেয়র কয়েকটি মামলায় চার্জশিটভুক্ত আসামি। মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, রাসিক মেয়র বুলবুলের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২ (১) ধারা মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালে ১৫ জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন বুলবুল। এরপর তিনি বিএনপির সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সর্বশেষ গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল কর্মসূচিতেও সক্রিয় ছিলেন। এ সময় রাজশাহীতে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় মেয়র বুলবুলের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়। এসব মামলার কয়েকটিতে বুলবুলকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর