রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

মানব পাচার রোধে সোচ্চার নয় বাংলাদেশ

মানব পাচার রোধে সোচ্চার নয় বাংলাদেশ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভারত গরু পাচার রোধে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ভারত সরকার যতটুকু সোচ্চার আমাদের সরকার মানুষ পাচার রোধে তত সোচ্চার নয়। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে ভোরের কাগজ ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘মানব পাচার রোধে’ করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এমপি, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ভুক্তভোগী রাজবাড়ীর ধীরাজকুমার বিশ্বাস, রামরু রিসার্চ ফেলো ড. মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার, বোমচার পরিচালক সুমাইয়া ইসলাম প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা মানুষ পাচার করে মুনাফা লাভ করছে তারা এদের ওয়ান টাইম হিসেবে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। পাচার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় রাজনৈতিক পরিচয় থাকলেও তারা অর্থনৈতিক মাইগ্রেশনের শিকার। তিনি বলেন, ‘গোটা সমাজটা যেন কেমন হয়ে যাচ্ছে। ইনসাফের জায়গা থেকে আমরা সরে আসছি। মানুষকে তারা গরু-ছাগল মনে করে। এ ভয়াবহ পাচার ঠেকাতে সরকার কোনো উদ্যোগ নেয়নি। হাজার হাজার মানুষ পাচার হলো কিন্তু সরকার কিছুই জানে না। এটা বিশ্বাসযোগ্য নয়।’ মুজিবুল হক চুন্নু বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথ কিংবা স্থলপথে যাতে মানব পাচার না হতে পারে সরকার ইতিমধ্যে এ বিষয়ে বিভিন্ন বাহিনীকে নির্দেশ দিয়েছে। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর