বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

সাত মামলায় জামিন লতিফ সিদ্দিকীর

সাত মামলায় জামিন লতিফ সিদ্দিকীর

পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা সাত মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এ ছাড়া মামলাগুলোর কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এসব মামলায় আটক লতিফ সিদ্দিকী বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। প্রবীণ এই রাজনীতিক বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে ছয়টি ঢাকার সিএমএম আদালতে ও একটি নারায়ণগঞ্জ আদালতে দায়ের করা হয়। ২৪ মে ঢাকা মহানগর দায়রা জজ সাত মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করলে হাইকোর্টে আসেন তার আইনজীবীরা। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যোতির্ময় বড়–য়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির এক মতবিনিময় সভায় বর্তমান মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ আর তাবলিগ জামাতের ঘোর বিরোধী। হজে ম্যানপাওয়ার নষ্ট হয়। মহানবী হজরত মুহাম্মদ (স.) সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। তিনি প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন ওই সভায়। তার এ বক্তব্য বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হওয়ার পর সারা দেশে বিরূপ প্রতিক্রিয়া হয়। দলের ভিতরেও সমালোচনার মুখে পড়েন লতিফ সিদ্দিকী। তিনি আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য পদসহ দলের প্রাথমিক সদস্যপদ হারান। এ সময় ঢাকার সিএমএম আদালতসহ দেশের বিভিন্ন জেলায়ও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়। সারা দেশে বিক্ষোভ ও সমালোচনার মুখে গত বছর ২৩ নভেম্বর রাতে বিমানে ভারতের কলকাতা থেকে ঢাকায় ফেরেন লতিফ সিদ্দিকী। দেশে ফেরার পরপরই ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল তাকে গ্রেফতারের দাবি জানায়। ২৬ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করার পর আদালত লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ খবর