বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে দল ছাড়তে বলা হচ্ছে : মিনু

ক্রসফায়ারের ভয় দেখিয়ে দল ছাড়তে বলা হচ্ছে : মিনু

বিএনপির যুগ্ম মহাসচিব এবং রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেছেন, ‘বিএনপির জনপ্রিয় জনপ্রতিনিধিদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে দলত্যাগ করতে বলা হচ্ছে।’ গতকাল দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। মিনু এ সময় বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্যরা সিটি করপোরেশনের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ জনপ্রিয় নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। দলত্যাগের জন্য মুচলেকা আদায় করছে। যারা গোয়েন্দা সংস্থা ও পুলিশের কথা মতো মুচলেকা দিচ্ছে না, তাদের গ্রেফতার করে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে।’ মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘সরকারি দল দেউলিয়া হয়ে গেছে। তারা আইয়ুব সরকারের মতো আচরণ করছে। বিএনপি নেতা-কর্মীদের দল ত্যাগে বাধ্য করতে ভয়ভীতি দেখানোর পাশাপাশি টাকাও আদায় করছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার অব্যাহত চাপের কারণে রাসিকের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব দল ত্যাগে বাধ্য হয়েছেন। মুচলেকা দিয়ে দল ত্যাগ না করায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।’ তিনি এসব ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘সরকার জনপ্রিয়তা হারিয়ে ফেলায় এখন বিএনপির জনপ্রিয় নেতাদের টার্গেট করেছে।’
 

সর্বশেষ খবর