বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

জামিন পেলেন ব্যারিস্টার রফিক

জামিন পেলেন ব্যারিস্টার রফিক

সাত মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গতকাল বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মামলায়  জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতার ঘটনায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় এসব মামলা করা হয়। জামিন আবেদনের আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
বিএনপি নেতা গয়েশ্বরের জামিন নাকচ : রাজধানীর চকবাজার থানার নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। এর আগে তার জামিন আবেদন নাকচ করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করা হয়। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। - নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর