বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা
গারো তরুণী ধর্ষণ

সহযোগীসহ গ্রেফতার মূল হোতা তুষার?

রাজধানীর কুড়িলে মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল হোতা তুষার সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। উদ্ধার করা হয়েছে সেই মাইক্রোবাসটিও। র‌্যাব সূত্র গত রাতে এ তথ্য জানালেও কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেননি। র‌্যাবের এক কর্মকর্তা জানান, এ ব্যাপারে সার্বিক অগ্রগতি আজ সংবাদ সম্মেলন করে জানানো হতে পারে।
এদিকে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে। গতকাল বিকালে রাজধানীর ভাটারা থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ শেষে মশাল মিছিল করে যৌন নিপীড়ন বিরোধী নির্দলীয় ছাত্রজোট।ভাটারা থানার সামনে সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় দোষীদের গ্রেফতারে বিলম্ব দুঃখজনক। ঘটনা তদন্তে যে কমিটি হয়েছে তার প্রধান হিসেবে একজন উচ্চপদের নারী পুলিশ সদস্যকে মনোনয়নের দাবি করেন তারা। এদিকে, ৩০ মে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। টিএসসিতে সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, নারী নেত্রী খুশি কবির, সাংস্কৃতিক কর্মী জাহানারা নুরী, নারীপক্ষের নেতা আবু বকর, উদীচীর শিল্পী স্বপ্নীল প্রমুখ। সমাবেশে ৩১ মে দুপুর ১২টায় টিএসসি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভাটারা থানার কুড়িল এলাকায় আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে উঠিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর