শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

সালাহউদ্দিনের জামিন মঞ্জুর হয়নি

সালাহউদ্দিনের জামিন মঞ্জুর হয়নি

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করেছেন শিলংয়ের আদালত। গতকাল শিলং জেলা জজ কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
সালাহউদ্দিনের শারীরিক অবস্থার বর্তমান চিত্র তুলে ধরে তার আইনজীবী জামিন প্রার্থনা করে তাকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কোর্ট ইন্সপেক্টর সালাহউদ্দিন স্বেচ্ছায় ভারতে অনুপ্রবেশ করেছেন বলে আদালতে  তাদের বক্তব্য উপস্থাপন করেন। আদালতের বিচারক কে এম এল ননব্রি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন। সালাহউদ্দিনের আইনজীবী এস পি মোহন্ত বাংলাদেশ প্রতিদিনকে জানান, সালাহউদ্দিন এখনো গুরুতর অসুস্থ। এর আগে তিনি হার্ট ও কিডনি রোগের জন্য সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। প্রায় ২০ বছর ধরে তিনি ওই দেশে চিকিৎসা নিচ্ছেন। তাই তাকে জামিন দিয়ে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিতে আমরা আদালতে আবেদন জানাই। সালাহউদ্দিন স্বেচ্ছায় অনুপ্রবেশ করেননি, তিনি বাংলাদেশের সম্মানিত রাজনীতিক, তাকে অপহরণ করে শিলংয়ে ফেলে যাওয়া হয়েছে- এ বিষয়গুলোও আদালতকে অবগত করা হয়। এর পরও আদালত তার জামিন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জ্যোতি মরকা ও কোর্ট ইন্সপেক্টর কে বি প্রসাদ। প্রসঙ্গত, গত ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ৬১ দিন পর ১১ মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে আটক করে সেখানকার পুলিশ। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। ২২ মে সালাহউদ্দিনের জামিনের জন্য শিলং জেলা জজ কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালত পুলিশ প্রতিবেদন তলব করে ২৯ মে শুনানির তারিখ নির্ধারণ করেন।

সর্বশেষ খবর