বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

হরতাল ডেকেছে জামায়াত

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে জামায়াত। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। বিবৃতিতে তিনি বলেন, সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। মুজাহিদসহ আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে আজ সকাল ছয়টা থেকে কাল সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
যানবাহন চলবে : এদিকে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর এবং আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল এক বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।

সর্বশেষ খবর