বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

সাকা চৌধুরীর আপিল শুনানি শুরু

সাকা চৌধুরীর আপিল শুনানি শুরু

যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল শুনানি শুরু হয়েছে। গতকাল সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। যুদ্ধাপরাধের পঞ্চম আপিল মামলা হিসেবে আদালতে সাকা চৌধুরীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। শুনানি শেষে এস এম শাহজাহান বলেন, পেপারবুক থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগগুলো পড়ে শোনানো হয়েছে। এর মধ্যে দ্বিতীয় অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী সিরাজুল ইসলামের জবানবন্দি ও জেরা উপস্থাপন শেষ হয়েছে। আজ বুধবারও এ মামলার শুনানি চলবে। রাউজানে কুণ্ডেশ্বরী ওষুধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর ফাঁসির রায় দেন।

সর্বশেষ খবর