বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

মুরসির মৃত্যুদণ্ড বহাল

মুরসির মৃত্যুদণ্ড বহাল

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে দেশটির নিু আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন উচ্চ আদালত। গত মাসে মিসরের একটি আদালত কারাগারে হামলা, অপহরণ, পুলিশ হত্যা ও সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে মুরসিকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু চূড়ান্ত রায়ের আগে এ বিষয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্বধারী গ্র্যান্ড মুফতির মতামত জানতে চান আদালত। গ্র্যান্ড মুফতির সঙ্গে আলোচনার পরই আদালত মৃত্যুদণ্ডের রায় বহাল রাখল। একই মামলায় মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদাইসহ আরও ১০০ এর বেশি সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুরসির আইনজীবীরা বলছেন, তারা এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবে। একই আদালত গতকাল অন্য একটি মামলায় (ফিলিস্তিনের ইসলামপন্থি সংগঠন হামাসের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে) মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রায় দেওয়ার আগে বিচারক শাবান আল-শামি বলেন, ‘গ্র্যান্ড মুফতি তার মতামত দিতে গিয়ে বলেছেন, এ মৃত্যুদণ্ড অনুমোদনযোগ্য।’সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গণআন্দোলনের সময় পুলিশ সদস্যদের হত্যা ও অপহরণ, পুলিশের ওপর হামলা এবং কারাগার ভেঙে পালানোর অভিযোগে মুরসি, ব্রাদারহুড প্রধান মোহামেদ বাদেইসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। মুরসি নিজে ২০১১ সালের জানুয়ারিতে ওয়াদি নাটরউন কারাগার থেকে পালান। মুরসি মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। ২০১৩ সালের জুলাই মাসে মিসরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে। বর্তমানে মুসলিম ব্রাদারহুড মিসরে নিষিদ্ধ ঘোষিত দল এবং দলটির কয়েক হাজার কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এএফপি, বিবিসি, আলজাজিরা

 

সর্বশেষ খবর