বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

************

কেরানীগঞ্জে ঠিকাদারের ঘরের ওপরই হেলে পড়েছে নির্মাণাধীন ৪ তলা ভবন। সোমবার রাত ১০টার দিকে শুভাঢ্যা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম পাইলিং ও নকশা অনুমোদন ছাড়াই তিন মাসের মধ্যে তৈরি করা হয়েছে ৪ তলা ভবনটি। ঘটনার পর থেকে ভবনের মালিক শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। ভবনটি ধসে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকাদারের টিনের তিনটি কক্ষ। এতে ওই বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পানিতে তলিয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে শহিদুল ইসলাম ভবন তৈরির কাজ শুরু করেন। কোনো রকম পাইলিং ও নকশা অনুমোদন ছাড়াই পুকুরের ওপর রাতারাতি ভবনটি ৪ তলা করে ফেলা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে ভবনটি হঠাৎ ধসে পড়ে। এতে ভবনটি ও টিনের কক্ষগুলো পুকুরে অধিকাংশ তলিয়ে যায়। টিনের বাড়ির ভাড়াটিয়া শারমিন আক্তার বলেন, ওই সময় আমি টিভি দেখছিলাম। এমন সময় বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে বের হয়ে দেখি নির্মাণাধীন ৪ তলা ভবনটি ধীরে ধীরে আমাদের বাড়ির ওপর হেলে পড়ছে। সঙ্গে সঙ্গে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুবকর সিদ্দিক জানান, হেলে পড়া ভবনটি পাইলিং ছাড়াই নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার সময় দুই বাড়ির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। ঘটনার পর ভবনের মালিক পালিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর