বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
তিন কন্যাকে ধন্যবাদ

শেখ হাসিনা বললেন রক্ত কথা বলে

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত তিন বাঙালি নারীকে গতকাল আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল মান্নান, মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২২ জন ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন ডা. দীপু মনি। সংসদ নেতার বক্তব্যের পর ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, প্রথম যেদিন পার্লামেন্টে টিউলিপ বক্তব্য প্রদান করে, সেদিন আমি উপস্থিত ছিলাম। আমি তার বক্তব্য শুনেছি। অল্প সময় বক্তব্য দিয়েছে। কিন্তু তার বক্তব্য সবার মন ছুঁয়ে গেছে। রক্ত যে কথা বলে তা টিউলিপের বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, জাতির পিতা যে আদর্শ আমাদের শিখিয়ে গেছেন সেই আদর্শে আমরা সন্তানদের বড় করেছি। বিশেষ করে শেখ রেহানা এসব বিষয়ে, সন্তানদের লেখাপড়া করিয়ে মানুষ করে তোলার বিষয়ে খুবই যত্নবান ছিল। অর্থ-বিত্ত-আরাম-আয়েশ থেকে সে সব সময় দূরে থেকেছে। এখনো বাসে করে অফিস করে। শুধু নিজের সন্তানদের জন্য নয়, সে আমার সন্তানদের মানুষ করতেও অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের সন্তানরা যেন মানুষের জন্য কাজ করতে পারে সেই জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়াও চান। টিউলিপের বিজয় ঠেকিয়ে দিতে বাংলাদেশের একটি রাজনৈতিক জোটের বিরোধিতার প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার আগে জিয়াউর রহমান আমাকে এ দেশে আসতে দেয়নি। এ দেশে আসার পর ৩২ নম্বরের বাড়ির দরজা আমার জন্য খুলে দেয়নি। জনগণ আমাদের জন্য সে দরজা খুলে দিয়েছে। একইভাবে লন্ডনে আশ্রয়ে থাকা খালেদা জিয়ার ছেলে টিউলিপকে হারাতে সব চেষ্টা করেছে। অবশেষে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। টিউলিপ বিজয় ছিনিয়ে এনে শুধু বঙ্গবন্ধু পরিবার নয় দেশের মানুষের মুখ উজ্জ্বল করেছে। টিউলিপ, রুশনারা আলী, রুপা হক- এই তিন বাঙালি নারী, বাঙালি জাতির জন্যই গৌরব বয়ে এনেছে। একসময় এই ব্রিটিশরা আমাদের শাসন করেছে, সেই ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়ে ওরা বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

সর্বশেষ খবর