বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আইএস নির্মূলে আরও হামলা

আইএস নির্মূলে আরও হামলা

ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা আরও জোরদার করা হচ্ছে। মার্কিন সামরিক সদরদফতর পেন্টাগনে সোমবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেন। ওবামা বলেন, সম্প্রতি আইএসের দখলকৃত অংশ হারানোই দেখা গেল এই সশস্ত্র গ্র“পটিকে পরাজিত করা যাবে। তবে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে জানান তিনি। আপাতত বিদেশে নতুন করে মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নেই জানিয়ে ওবামা বলেন, আইএসের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত শেষ করা যাবে না। তবে বিশ্বব্যাপী সংগঠনটি যে অবৈধ অর্থের কারবার করছে এগুলো বন্ধে যুক্তরাষ্ট্র তাদের কাজ অব্যাহত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরাকে আইএসকে পরাজিত করতে শক্ত অংশীদার প্রয়োজন এবং যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা আইএসকে নিশ্চিত পরাজিত করতে পারবে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় যোদ্ধারা যোগ দিচ্ছে জানিয়ে ওবামা বলেন, ‘আরও সুন্নি স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসছে। এদের অনেককে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা আইএসের বিরুদ্ধে নতুন যোদ্ধা হতে পারে। আমরা অ্যান্টি ট্যাঙ্কসহ জটিল অস্ত্রগুলোকে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করা অব্যাহত রাখব।’ওবামা দাবি করেন, আইএসের বিরুদ্ধে যে লড়াই চলছে তা ইসলামের বিরুদ্ধে লড়াই নয়। আইএসের হাতেই অসংখ্য মুসলমান প্রাণ দিয়ে যাচ্ছে। এএফপি।

সর্বশেষ খবর