বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

‘গুজবে কান দেবেন না’

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রিত্ব হারাচ্ছেন- এমন খবর যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, তখন তিনি কিশোরগঞ্জে। সাংবাদিকসহ অনেকেই ঘটনা শোনার জন্য ভিড় করেছিলেন তার বাড়িতে। কিন্তু মুখ খুলতে চাচ্ছিলেন না আশরাফ। এক পর্যায়ে তিনি শুধু বলেন, ‘গুজবে কান দেবেন না’। তিনি এও জানান, দফতর হারানোর বিষয়ে তিনি কিছু জানেন না। মন্ত্রিপরিষদে কোনো রদবদল হচ্ছে কি না, তাও তার জানা নেই। এদিন তার আরেকটি কর্মসূচি ছিল। এটি ছিল স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল। এতে তিনি যথাসময়ে হাজির হন। সেখানেও সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চান। তবে তিনি সবাইকে এড়িয়ে যান। তিনি ইফতারের আগে বা পরে তেমন কোনো কথাই বলেননি। এর মধ্যে একবার ‘সময় হয়ে গেছে, দোয়া পড়ুন’ বলে মাইক ছেড়ে দেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদীসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পর সৈয়দ আশরাফ দলের নেতা-কর্মীদের নিয়ে সার্কিট হাউসে চলে যান। এদিকে ‘সৈয়দ আশরাফ দফতর হারাচ্ছেন’ দুপুরের পর থেকে কিশোরগঞ্জে এটাই ছিল প্রধান আলোচ্য বিষয়।
 

সর্বশেষ খবর