বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

শিক্ষাসচিবের কর্তৃত্ব খর্ব করে নির্দেশনা জারি মন্ত্রীর

অবশেষে কর্তৃত্ব খর্ব করা হলো শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের। গতকাল দুপুরের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ নির্দেশনা জারি করেন। এর আগে সোমবার শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পাশ কাটিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির প্রজ্ঞাপন জারি করে ভর্তি প্রক্রিয়ায় হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি করেছিলেন সচিব নজরুল ইসলাম খান। এ বিষয়টিকে কেন্দ্র করে মন্ত্রি-সচিব দ্বন্দ্বের বিষয়টিও প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে প্রধান সংবাদও প্রকাশিত হয়েছিল। মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল জারি করা নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মন্ত্রীকে না জানিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না সচিবসহ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। গতকাল দুপুরে গোপনীয়ভাবে মন্ত্রীর এ নির্দেশনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে পড়িয়ে তাতে স্বাক্ষরও নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর স্বাক্ষরযুক্ত মন্ত্রণালয়ের ওই নির্দেশনার এক জায়গায় উল্লেখ করা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সার্বিক বিষয়ে কথা হয়েছে। তিনিই ডেকে বলে দিয়েছেন মন্ত্রণালয়ের সকল সিদ্ধান্ত মন্ত্রী চূড়ান্ত করবেন। আমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।’ প্রসঙ্গত, গত বছর ১ সেপ্টেম্বর সচিব হিসেবে দায়িত্ব নিয়ে নজরুল ইসলাম খান এককভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেন। সচিবের জারি করা কয়েকটি পরিপত্র নিয়ে বিভিন্ন সময় বিতর্কের সৃষ্টি হয়। একটি পরিপত্র স্থগিতও করেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া বিভিন্ন কলেজে শিক্ষকদের পদোন্নতি, বদলি ও সংযুক্তি দেওয়ার বিষয়েও সচিব তার নিজের কর্তৃত্ব খাটাতেন বলে অভিযোগ রয়েছে। সচিবের এমন তৎপরতায় মন্ত্রী অসন্তুষ্টও হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার জাতীয় সংসদে অবস্থানকালে শিক্ষামন্ত্রীকে ডেকে নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তাকে এ নির্দেশনা দেন।

সর্বশেষ খবর