সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি

রাঙামাটিতে শিশুসহ নিহত ৩

রাঙামাটি শহরের রাঙাপানি এলাকার লেমুছড়িতে শনিবার রাত আড়াইটার দিকে এক বন্দুকযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন জনসংহতি সমিতির কমান্ডার সুপ্রীয় চাকমা (৫৫), মালায় চাকমা এবং শিশু অরণ্য চাকমা (১০)। স্থানীয় সূত্রে জানা গেছে, লেমুছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পক্ষ গ্রুপ জনসংহতি সমিতি ও চুক্তিবিরোধী গ্রুপ ইউপিডিএফ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। প্রতিপক্ষের গুলিতে সুপ্রীয় চাকমা ও মালায় চাকমা নিহত হন। বন্দুকযুদ্ধের মুখে পড়ে নিহত হয় অরণ্য চাকমা। অরণ্য জুড়াছড়ি উপজেলার শুকনাছড়ির শিধন চাকমার পুত্র। সুপ্রীয় চাকমার বাড়ি রাঙামাটি শহরের বনরূপার আনন্দ বিহার এলাকায় ও মালায় চাকমার বাড়ি রাঙামানি এলাকায়। বন্দুকযুদ্ধের সময় উভয়পক্ষে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এ ব্যাপারে রাঙামাটি সদর থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, এখন পর্যন্ত কারও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর