সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

জেলা প্রশাসকদের ২৫৩ প্রস্তাব

সম্মেলন শুরু কাল

আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০১৫। সম্মেলনে বরাবরের মতো এবারও জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সরকারের নীতি-নির্ধারক পর্যায়ে তুলে ধরবেন। আলোচনার জন্য তারা ২৫৩টি প্রস্তাব জমা দিয়েছেন। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি জানান, সকাল ১০টায় ডিসি সম্মেলন উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনের তিন দিনে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, এবার মোট ২২টি অধিবেশন হবে। এর মধ্যে ১৮টি হচ্ছে কার্য অধিবেশন। সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকরা মোট ২৫৩টি প্রস্তাব দিয়েছেন। এগুলোর ওপর আলোচনা হবে। এর মধ্যে প্রধান প্রধান আলোচ্য বিষয় হচ্ছে- ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেস শিক্ষার মানোন্নয়ন ইত্যাদি। তিন দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।

 

সর্বশেষ খবর