সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
মায়ার দুর্নীতি মামলা

পুনঃ আপিল শুনানি চায় দুদক

দুর্নীতি মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার করা আপিল পুনঃ শুনানির জন্য হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আইনজীবী খুরশীদ আলম খান এ আবেদন করেন। বিষয়টি আজকের কার্যতালিকায় থাকার কথা রয়েছে। এর আগে ১৪ জুন আপিল বিভাগ দুর্নীতি মামলায় মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন। একই সঙ্গে মায়ার আপিল হাইকোর্টে আবারও শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের সেই নির্দেশনা অনুযায়ী গতকাল দুদক মামলাটি পুনঃ শুনানির জন্য আবেদন করেছে। ২০০৭ সালের ১৩ জুন দুদক রাজধানীর সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করে। সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে এ মামলা করা হয়। ২০০৮ সালের ১৪ ফেব্র“য়ারি ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় ১৩ বছরের কারাদণ্ড দেন মায়াকে। একই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করেন আদালত। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মায়াকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক।

 

সর্বশেষ খবর